সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ

তালে*বানের সঙ্গে ভারতের প্রথম বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছে ভারতীয় কর্মকর্তারা। গত বছরে ক্ষমতায় আসে তারা। এরপর বৃহস্পতিবার (২ জুন) ভারতের সঙ্গে সরাসরি বৈঠকে বসেছে তালেবান।

এ সময়ে আফগানিস্তানে মানবিক সহায়তা বিতরণ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তালেবান সরকারের সঙ্গে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু এরআগে কাতারের রাজধানী দোহায় তাদের মধ্যে বৈঠক হয়েছে। -খবর আরব নিউজ’র।

বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেন ভারতীয় কর্মকর্তারা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, তারা সেখানে মানবিক সহায়তা কার্যক্রমের দেখভাল করেছেন।

ভারত বলছে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কিনা; তা নিয়ে জাতিসংঘের নেতৃত্ব অনুসরণ করা হবে। অর্থাৎ জাতিসংঘের নির্দেশনা অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে।

কাবুলে ভারতীয় প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মোত্তাকি। তিনি এটিকে দুদেশের সম্পর্কের ভালো শুরু হিসেবে আখ্যায়িত করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব জে. পি. সিং। মানবিক ও চিকিৎসা সহায়তার জন্য দিল্লির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোত্তাকি।

এ সময়ে আফগানিস্তানে ভারতের বিভিন্ন প্রকল্প ও কনস্যুলার সেবা শুরু করা উচিত বলেও তিনি মত দিয়েছেন। ভারতীয় কর্মকর্তারা বলছেন, অতীতের মতোই আফগানিস্তানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে চায় ভারত।

অরিন্দম বাগচী জানান, আফগানিস্তানে দুই লাখ টন ময়দা, ১৩ টন ওষুধ, পাঁচ লাখ ডোজ করোনার টিকা ও শীতের পোশাক দিয়ে সহায়তা করেছে ভারত।

কাবুলে ইন্দিরা গান্ধী শিশু হাসপাতাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব খাদ্য কর্মসূচিসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থায় এসব সহায়তা হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ