বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গবাদি পশু উৎপাদনে শীর্ষে ভারত, গরুর গোশত খাওয়ায় শীর্ষে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাঈয়েদা হাবিবা: ২০২১ সালে গবাদি পশু উৎপাদানে বিশ্বে শীর্ষ দেশ ভারত। দেশটি ২০২১ সালে ৩০৫.৫ মিলিয়ন গবাদি পশু উৎপাদন করেছে। এ গবাদি পশু উৎপাদনের মাধ্যমে বিশ্বের গোশতে চাহিদা পূরণ হয়েছে প্রায় ৩০ শতাংশ।

গবাদি পশু উৎপাদনের দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। আর তৃতীয় অবস্থানে আছে চীন। ভারত, ব্রাজিল ও চীন মিলে বিশ্বের গোশতের চাহিদার প্রায় ৬৫ শতাংশ পূরণ করেছে। ‘বীফ ২ লাইভ’ বিশ্বে গবাদি পশু উৎপাদানের যে তালিকা প্রকাশ করেছে সেখানে মাত্র ১৭ টি দেশের নাম রয়েছে। এর মধ্যে একটি মাত্র মুসলিম দেশের নাম রয়েছে। মিশর বিশ্বের গোশতের চাহিদার মাত্র ০.৭৮ শতাংশ চাহিদা পূরণ করে।

‘বীফ ২ লাইভ’ বিশ্বে গরুর গোশত খাওয়ার একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালে বিশ্বের মানুষ ১৩০ বিলিয়ন পাউন্ড গরুর গোশত খেয়েছে। ২০২০ সালে বিশ্বে উৎপাদিত গরুর গোশতের ২১.১৯ শতাংশের ভোক্তা ছিলো যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পর গরুর গোশতের ভোক্তা ছিলো চীন। দেশটি বিশ্বে উৎপাদিত গরুর গোশতের ১৬.০৬ শতাংশের ভোক্তা ছিলো। তৃতীয় অবস্থানে ইউরোপীয় ইউনিয়ন আর চতুর্থ অবস্থানে ব্রাজিল।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত গবাদি পশু উৎপদানে শীর্ষে। কিন্তু গরুর গোশতের ভোক্তা হিসেবে দেশটির অবস্থান পঞ্চম স্থানে। দেশটি ২০২০ সালে বিশ্বে উৎপাদিত গরুর গোশতের ৪.১৯ শতাংশের ভোক্তা ছিলো।

গরুর গোশতের ভোক্তা দেশের তালিকার অষ্টম স্থানে রয়েছে পাকিস্তান। মুসলিম দেশ হিসেবে বীফ ২ লাইভের তালিকায় প্রথম দেশ। বীভ ২ লাইভের প্রকাশ করা ৪৬টি দেশের মধ্যে মুসলিম দেশের সংখ্যা মাত্র ৮টি। এই দেশগুলোর মধ্যে আছে মিশর, সৌদি আরব, মালয়েশিয়া ও বসনিয়া। সূত্র: বীফ ২ লাইভ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ