বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আধিপত্য বিস্তার কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের দু’টি পক্ষ শাহ আমানত, শাহজালাল হলের সামনে মুখোমুখি অবস্থান নেয়। ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়। দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

মূলত ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বগিভিত্তিক সংগঠন সিএফসি নিয়ন্ত্রণ করে। আবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু নেতৃত্ব দেয় সিক্সটি নাইনের। সভাপতির গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়রের অনুসারী।

পূর্বশত্রুতার জেরে ছাত্রলীগের সিএফসি গ্রুপের এক কর্মীকে মারধর করে আহত করে সিক্সটি নাইনের গ্রুপের এক কর্মী। পরে বিশ্ববিদ্যালয় এর প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী মডেল থানা প্রশাসন এসে তা সমাধানের চেষ্টা করে।

ছুরিকাঘাতের ঘটনা জানাজানি হওয়ার পরে সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা শাহজালাল হল এবং সিএফসি গ্রুপের নেতাকর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নেন। এ সময় তাদের হাতে রামদা ও লাঠিসোঁটা দেখা যায়।

সিক্সটি নাইন গ্রুপের অভিযোগ, তিন থেকে চার মাস আগে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে সিট ধরা নিয়ে মির্জা প্রধান সফলের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল সিএফসি গ্রুপের মেহেদী হাসানের। পরে তারা এ ঘটনার সমাধান করেছিলেন। সোমবার দুপুরে কলাঝুপড়ি এলাকায় সফলকে একা পেয়ে দলবল নিয়ে মেহেদী তার ওপর হামলা করেন। একপর্যায়ে সফলকে ছুরিকাঘাত করা হয়।

অভিযুক্ত মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এর কিছুক্ষণ পর আরেক ছাত্রলীগ কর্মীকে মেরে গুরুতর জখম করা হয়। এরপরই মূলত দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরাই সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া। এ ঘটনায় দশজন আহত হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ