মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইলিয়াস আমিনের ‘মিছে ভূবনে’ মুগ্ধ দর্শক-শ্রোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: সঙ্গীত মানুষের হৃদয়ের খোরাক। শুদ্ধ পথের দিশারি। সুস্থ সংস্কৃতি মানুষকে টেনে নেয় সত্যের পথে, মনে করিয়ে দেয় পরকালের কথা। জনপ্রিয় নাশিদ শিল্পী ইলিয়াস আমিনের ‘মিছে ভূবন’ এমনই এক নাশিদ। মিছে ভূবনের মায়াবী সুর যেন নশ্বর এ পৃথিবীর মায়া ভুলিয়ে মানুষকে স্মরণ করিয়ে দেয়, ‘মিছে এই ভূবনে নই তো আমি চিরজীবি, চিরতরে যেতে হবে ছেড়ে ভাবনা দুনিয়াবী। চাদের আলো আর মৃদু বাতাস বইবে ঠিকই জানি, নিভে যাবে জীবনের আলো মুছে মায়া প্রীতি।’

মিছে ভূবনের রচয়িতা শারমিন ঋতু। এতে সুর তুলেছেন সাইফুল্লাহ নুর। হলি টিউন স্টুডিওতে রেকর্ড হওয়া জনপ্রিয় এ নাশিদটির সাউন্ড ডিজাইন করেছেন খিজির মুহাম্মদ। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সাঈদ আহমাদ ও মুহাম্মদ বদরুজ্জামান।

নাশিদটির কথামালা ছিল এমন:-

‘মিছে এই ভূবনে নই তো আমি চিরজীবি
চিরতরে যেতে হবে ছেড়ে ভাবনা দুনিয়াবী
চাদের আলো আর মৃদু বাতাস বইবে ঠিকই জানি
নিভে যাবে জীবনের আলো মুছে মায়া প্রীতি।

যদি আমি যাই চলে কোনকিছু না বলে
স্বরনে অশ্রু ফেলবে নাকি যাবে ভূলে
যদি করে থাকি আঘাত পেরোতে চলার পথ
ক্ষমার অতলে রেখ আমার সকল ত্রুটি।

যানি আমি হবো একা পাবোনা কারো দেখা
হৃদয় করিডোরে থাকবে কি ছবি আকা
নিঝুম গোরস্থানে বিদঘুটে কবরে
তোমার দোয়ায় প্রভূ জ্বেলে দিবেন নূরের বাতি’

জানা যায়, শিল্পী ইলিয়াস আমিনের সঙ্গীত অঙ্গনে আসা প্রয়াত সঙ্গীত গুরু মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ. এর হাত ধরে। তখন থেকেই কলরবের হয়ে শিশুশিল্পী হিসেবে মঞ্চ মাতাতেন ইলিয়াস। সময়ের ব্যবধানে এখন তিনি কলরবের জনপ্রিয় শিল্পীদের একজন। তার একান্ত চাওয়া, ‘সঙ্গীতের মাধ্যমে মানুষকে চেনাতে চান ইসলামের সৌন্দর্য। সুরের ভূবনে আনতে চান শুদ্ধতার ছোঁয়া। ছড়িয়ে দিতে চান মদিনার অনিন্দ্য প্রেম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ