বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। তার নাম নুর কায়েস (২৫)। অপর ঘটনায় আবদুর রহিম (৩৮) নামে এক হেডমাঝি গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার প্রত্যক্ষদর্শী কয়েকজন রোহিঙ্গা জানিয়েছেন দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ৮ ইস্ট ব্লক বি-৫৭ এলাকায় আরাফাত হোসেন নামে এক আরসা সদস্য নুর কায়েসের মাথার বাম পাশে গুলি করে পালিয়ে যান।

পরে গুলিবিদ্ধ নুরকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা যান। নিহত নুর ওই ব্লকের নজুমউদ্দীনের স্ত্রী।

নিহতের পরিবারসূত্রে জানা যায়, তাদের পরিবারের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। একই দিন অপর এক ঘটনায় সকাল সাড়ে ১১টার দিকে ময়নারঘোনা ক্যাম্প-১২ এর এইচ-৪ ব্লকে মুখোশ পরা ৪-৫ জন দুষ্কৃতকারী হেডমাঝি মো. আবদুর রহিমের (৩৮) মাথায় গুলি করে পালিয়ে যায়।

এতে সে গুরুতর আহত হলে তাকে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহত আবদুর রহিম ক্যাম্প-১২ এর এইচ-৪ ব্লকের বাসিন্দা।

এ ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমদ।

বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ