মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আশরাফুল মাদারিস যশোরে পুরো রমজান ইতিকাফ করছেন শায়খ ইবরাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। পুরো রমজান যশোরের আশরাফুল মাদারিসে ইতিকাফ করছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা শায়খ ইবরাহিম আফ্রিকী।

শায়খ ইবরাহিম আফ্রিকীর ইতিকাফ ঘিরে দেশ-বিদেশের শত শত আলেম জড়ো হচ্ছেন যশোরের আশরাফুল মাদারিসে। আজ সেখানে উপস্থিত হয়েছেন ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লাম আবুল কাসেম নোমানী।

যশোরের প্রতিটি মসজিদে শায়খ ইবরাহিম আফ্রিকীর ইতিকাফকে উপলক্ষ্যে করে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে, আসন্ন পবিত্র রমাযানুল মুবারকে আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) সতীঘাটা, সদর, যশোর-মাদরাসা মসজিদে শায়েখ যাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি- এর বিশিষ্ট খলীফা ও ফকীহুল উম্মত মুফতী মাহমূদ হাসান গাঙ্গুহী রহমাতুল্লাহি আলাইহি- এর জানেশীন হযরত শায়খ ইবরাহীম আফ্রিকী দামাত বারাকাতুহুম মাসব্যাপী ইতিকাফ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ইতিকাফে আরো অংশগ্রহণ করবেন, দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, ডাভেল মাদরাসার মুহতামিম আল্লামা আহমাদ খানপুরী, আল্লামা রহমাতুল্লাহ কাশ্মিরী, আল্লামা ইউসুফ তাওলভী, মুফতী শফীক বেঙ্গলর, মুফতী সাবীল আহমাদ কাসেমী মাদরাজ ও মাওলানা হাসান মাহমুদ রাজিস্তানীসহ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আরব-আমিরাত, দুবাই, আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ২০-২৫ দেশের প্রায় ৩ হাজার মুত্তাকী পরহেজগার আল্লাহ ওয়ালা আলেম ও সাধারণ শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা অংশগ্রহণ করবেন।

আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) সতীঘাটা, সদর, যশোর মাদরাসার মুহতামিম মাওলানা নাসীরুল্লাহ ইতিকাফে মুসল্লীগণ যেন শরীক হয়ে বুজর্গানেদ্বীনের নূরানী সোহবত লাভে ধন্য হতে পারে সে বিষয়ে সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ