মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট প্রকাশের বিষয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সাধারণত রমজানের শেষ দশকেই প্রকাশিত হয় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক পরীক্ষার রেজাল্ট। তাই শেষ দশক যতই ঘনিয়ে আসছে বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ। বেফাকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ জানতে শিক্ষার্থীদের অপেক্ষা একটু বেশিই।

রেজাল্টের বিষয়ে সরাসরি বেফাকের সঙ্গে যোগাযোগ করলে বোর্ডের সিনিয়র পরিদর্শক মাওলানা আতিকুর রহমান আওয়ার ইসলামকে বলেছেন, ‘আগামী ২৩ রমজান (১৫ এপ্রিল) রেজাল্ট প্রকাশের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়ে ফল প্রকাশ করতে বোর্ড সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বোর্ডটি প্রায় ১৫০ জনেরও বেশি দক্ষ কর্মট টিমকে শুধু ফলাফলের জন্য বাড়তি নিযুক্ত করেছে। তাই আশা করা যায় ২৩ রমজানের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ কওমি মাদরাসাগুলোর মোট ৬ টি শিক্ষা বোর্ড রয়েছে। বোর্ডগুলো হল, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আযাদ দ্বীনী এদারায়ে তালীম, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড।

তারিখের একটু এদিক সেদিক করে সবগুলো বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শাবান মাসেই। সবগুলো বোর্ডই রমজানের শেষ দশকে তাদের রেজাল্ট প্রকাশ করে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেফাকের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় মাদরাসার বালিক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, এই পরীক্ষায় অংশ গ্রহণ করছে বাংলাদেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদ্রাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৯,৭১০ জন বেশি। দাওরায়ে হাদীস মাস্টার্স সমমান পরীক্ষা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত হবে। এতে বেফাকভুক্ত মাদরাসাগুলোর পরীক্ষার্থী সংখ্যা ২৩,৫৬০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ