মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকালে বেফাক নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক, খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী ইন্তেকালে বেফাক নেতৃবৃন্দ তার জন্য শোক প্রকাশ ও দুআ কামনা করে এক শোকবার্তা প্রকাশ করেছে।

বেফাকের বর্তমান মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী সাহেব রহ. আজ ১৫ রমযান ১৪৪৪ হিজরি মোতাবেক ০৭ এপ্রিল ২০২৩ ঈসাব্দ তারিখ রোজ শুক্রবার ইফতারের সময় একটি দ্বীনি মজলিসে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি খেলাফত মজলিসের আমীর ও দেশের বিভিন্ন জামেয়ার ওসতাজ ও শায়খুল হাদীস ছিলেন।

‘বেফাক সভাপতি, সহ-সভাপতিবৃন্দ ও মহাসচিব সাহেব মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর মাগফিরাত ও মহান আল্লাহর নিকট জান্নাতে তাঁর উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন।’

বেফাকের মুরুব্বীগণ শোকবার্তায় বলেন, ‘বর্ণাঢ্য কর্মজীবনে ইসলামী কার্যক্রমের নানা অঙ্গনে জাতি তাঁর অবদান বিস্মৃত হবে না। তাঁর মৃত্যুতে ইসলামী কর্মতৎপরতার ময়দানে সংঘটিত ক্ষতি সহজে পূরণ হবার নয়।’

আরও বলা হয়, ‘বেফাক নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়ার আবেদন জানান।’

শেষে যোগ করা হয়, ‘আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে সবরে জামীল দান করুন, তাঁর জীবনের খিদমাতগুলো কবুল ও মঞ্জুর করুন, তাঁর মাগফিরাত করুন এবং তাঁর তরে জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন। আমীন।’

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ