মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গাজীপুরে বিআরটি প্রকল্পের শ্রমিকদের উড়ালসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে উড়ালসড়ক অবরোধ করেন বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের শ্রমিকরা।

সোমবার (১৭ এপ্রিল) সকালে মধুমিতা এলাকার শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে উত্তেজিত শ্রমিকরা টঙ্গী-উত্তরা উড়ালসড়কে ভারি লোহার পাত ও ভাঙাড়ি ফেলে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন।

এ সময় উড়ালসড়কের ওপর দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বিক্ষুব্ধ বিআরটি প্রকল্পের (সাব-কন্ট্রাক্ট) শ্রমিকরা বলেন, তারা প্রায় ১৫০-২০০ জন শ্রমিক সাব-কন্ট্রাক্টে প্রকল্পের কাজ করে আসছেন।

‘যত দ্রুত প্রকল্পের কাজ উঠিয়ে দিতে পারবে, তত দ্রুত তাদের বেতন প্রদান করা হবে শর্তে রাত দিন হাড়ভাঙা পরিশ্রম করে কাজ শেষ করেন।’

কাজ শেষ হলেও তাদের বেতন পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সোমবার সকালে কাজে যোগ দিয়ে বেতন চেয়ে না পেয়ে তারা উত্তেজিত হয়ে ওঠেন।’

একপর্যায়ে শ্রমিকরা উড়ালসড়কে ভারি লোহারপাত, টিন ও ভাঙাড়ি লোহা দিয়ে ব্যারিকেড দিয়ে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিআরটি প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মঙ্গলবারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম খান বলেন, ১৫ এপ্রিল তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংকে একটি সমস্যার কারণে তাদের অ্যাকাউন্টে বেতন ঢুকেনি।

তাই তারা উত্তেজিত হয়ে ওঠেন। শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। মঙ্গলবারের মধ্যে শ্রমিকরা তাদের বেতন পেয়ে যাবেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, বেতনের দাবিতে শ্রমিকরা উড়ালসড়ক অবরোধ করে রেখে ছিল। মঙ্গলবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। বর্তমানে পরিস্থিতি ও উড়ালসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ