মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

লামা ওলামা ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
বান্দরবান

বান্দরবানের লামা উপজেলা ও বমু-বিলছড়ি ইউপির সমস্ত ওলামা-ত্বুলাবাদের সমন্বয় প্রতিষ্ঠিত দ্বীনি ও সেবামূলক সংগঠন লামা ওলামা ঐক্য পরিষদের নির্বাচন-২৩ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল'২৩) দুপুর সাড়ে ২টাই লামা কেন্দ্রীয় মারকাজ মসজিদ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। এসময় সংগঠনের ৫০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সংগঠনের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মাও. আনোয়ার হোসেন, ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাও. মোঃ হেলাল উদ্দিন এবং ২৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন হা. মো. নাসির উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাও. নাসির উদ্দিন, সহকারী মাও. হেলাল উদ্দীন, আব্দুল কাদের ও মিজানুর রহমানের উপস্থিতিতে ভুটানুষ্ঠান চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাও. নাসির উদ্দিন।

ফলাফল অনুসারে মাও. হেলাল উদ্দীন ২ ভোট পেয়ে ২য় ও হা. মো. হোসাইন ১ ভোট ৩য় স্থান লাভ করেন, অপরদিকে মাওলানা আনোয়ার হোসেন ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে হা. মো. হোসাইন, শফিউল আজিম, শাহিদুল ইসলাম ১ ভোট, ইব্রাহিম নাসিম ২, জাকারিয়া ৩, হাফেজ নাসির এবং সাইফুল ইসলাম ৪ ভোট পান, অপরদিকে মাও. হেলাল উদ্দীন ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে হা. মো. হোসাইন, ইব্রাহিম নাসিম, আব্দুল কাদের, শাহিদুল ইসলাম, শফিউল আজিম ১ ভোট, মোঃ ইউনুস, হেলাল উদ্দিন, সোয়াইব ও মিজানুর রহমান ২ ভোট এবং মাও. জাকারিয়া ১২ ভোট পান, অপরদিকে মাওলানা নাসির উদ্দিন ২৬ ভোট পেয়ে কোষাধাক্ষ পদে নির্বাচিত হন।

নির্বাচনের সত্যতা নিশ্চিত করে পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হা. মাও. নাসির উদ্দীন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে গঠিত আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ