মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বেফাকসহ কওমি বোর্ডগুলোর রুটিন প্রকাশ, জেনে নিন কখন শুরু হচ্ছে কাদের পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

দেশব্যাপী শুরু হচ্ছে কওমি মাদরাসা কেন্দ্রীক প্রতিষ্ঠিত শিক্ষাবোর্ডগুলোর কেন্দ্রীয় সমাপনী পরীক্ষা।

জানা যায়, দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনস্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ’র সমাপনী পরীক্ষা পর্যায়ক্রমে চলতি মাসেই শুরু হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ’র কেন্দ্রীয় পরীক্ষা। প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা। ১৫ হাজারের বেশি মাদরাসার তিন লাখ ৬০ হাজার শিক্ষার্থী বেফাকের এবারর ৪৭তম পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

একই দিন (মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ’র কেন্দ্রীয় পরীক্ষা। মোট ২৬৫টি মাদরাসা সাত হাজারের বেশি শিক্ষার্থী বোর্ডটি কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেবে। চলবে ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে সিলেটের কওমি মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারার কেন্দ্রীয় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চলবে ১ মার্চ (শুক্রবার) পর্যন্ত। অনুষ্ঠেয় পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলায় সর্বমোট ১৪৭ টি কেন্দ্রে ৭২১ জন নেগরান দায়িত্ব পালন করবেন। পরীক্ষায় অংশ নেবেন ২৩২৬৯ জন ছাত্র/ছাত্রী।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) থেকে। ২৩ শ’রও বেশি মাদরাসার প্রায় ৯০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা চলবে ৩ মার্চ (রোববার) পর্যন্ত।

এছাড়া চট্টগ্রামের আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’র কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে। চলবে ৫ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ