মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ক্লাস বন্ধ করে তিন দিনের জন্য তাবলিগ জামাতে মাদরাসা দারুর রাশাদের শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: ক্লাস বন্ধ করে তিন দিনের জন্য তাবলিগ জামাতে গেলো রাজধানীর মিরপুর-১২ মাদরাসা দারুর রাশাদের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ মে) বের হয়ে আজ রবিবার (২৬ মে) সকালে ফিরে আসে দাওয়াত ও তাবলীগের মারকায হিসেবে পরিচিত রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাদরাসা দারুর রাশাদ’র শিক্ষক-শিক্ষার্থীদের জামাত।

মাদরাসা কর্তৃপক্ষ থেকে জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ সালমান কিতাব বিভাগের সকল ছাত্র ও শিক্ষককে তিন দিনের জন্য দাওয়াত ও তাবলীগে বের হওয়ার ব্যবস্থা করেছেন’।

মোট ২০ টি জামাত বের হয়েছে। প্রতিটি জামাতে ২০-২২ জন করে সাথী রয়েছে।

মিরপুরের বিভিন্ন মসজিদে তারা তিন দিন অবস্থান করে মানুষের মাঝে দাওয়াতের কাজ জোরদার করতে ভূমিকা আঞ্জাম দেন।

এ বিষয়ে মাদরাসাটির শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী আওয়ার ইসলামকে জানান, আমাদের দারুর রাশাদ থেকে প্রতি বছর কুরবানির আগে ক্লাস বন্ধ করে সকল ছাত্র তিন দিনের জন্য তাবলিগ জামাতে বের হয়। এছাড়া, প্রতি সপ্তাহে ২৪ ঘন্টার জন্য ও ছুটির সময় তিন দিনের জন্য তাবলিগ জামাত বের হয়।

ক্লাস বন্ধ করে জামাত বের হওয়ার উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে আলেমরা সর্বাঙ্গীনভাবে জড়িত তো আছেই। এক যোগে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের দাওয়াত ও তাবলিগের মেহনতে সম্পৃক্ত থাকার জন্য আমাদের মুহতামিম সাহেব (মাওলানা মুহাম্মাদ সালমান) এ আয়োজনের ব্যবস্থা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ