মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

প্রজন্মকে সঠিক পথে ধরে রাখতে আকাবির-মনীষী চর্চা অতীব প্রয়োজনীয় : মাওলানা আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

প্রজন্মকে সঠিক পথে ধরে রাখতে আকাবির-মনীষীদের জীবনী চর্চা অতীব প্রয়োজনীয় বলে মতামত ব্যক্ত করেছেন বিশিষ্ট আলেম আলোচক গবেষক শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

তিনি বলেন, ‘আমরা যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ধর্মীয় মূল্যবোধের চেতনা পেয়েছি, যাদের মাধ্যমে আমরা মুসলিম শাসনের ঐতিহ্যগাঁথা ইতিহাস পেয়েছি, তাদের জীবন চর্চা, তাদের জীবনী আলোচনা করাকে আমি মনে করি প্রজন্মকে সঠিক পথে ধরে রাখবার জন্য অতীব জরুরি ও প্রয়োজনীয় কাজ।’

তিনি মনে করেন, ‘যদি প্রজন্ম ইতিহাস থেকে বিচ্যুত হয় বা প্রজন্মের কাছে ইতিহাসটাই অজানা থেকে থাকে, তাহলে তারা মিসগাইডেড হবে। বিভ্রান্ত হবে। বিপথগামী হবে।’

আজ সোমবার (১ জুলাই ২০২৪) আওয়ার ইসলামের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ কথা বলেন।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রশ্ন রেখে বলেন, ‘প্রজন্ম যেন বিপথগামী না হয়, এজন্য আমাদের পূর্বসূরীরা কিভাবে পরিচালিত হয়েছেন, নিজেদেরকে কিভাবে কওমে মিল্লাত তথা দেশ ও জাতির সামনে উপস্থাপন করেছেন, কিভাবে তারা তালীম-তাযকিয়া, সিয়াসাত-রাজনীতি একই সঙ্গে চালিয়েছেন, দেশ-জাতির খেদমত করে অমর হয়ে আছেন, এগুলো যদি প্রজন্ম না জানে, তাহলে প্রজন্ম তার গতিপথ নির্ধারণ করবে কিভাবে?’

তাঁর মতে, ‘প্রজন্মকে যদি অবক্ষয় থেকে  অনৈতিকতা থেকে, বিপথগামী হওয়া থেকে বাঁচাতে হয়, তাহলে আমি মনে করি- ক্লাসিক্যাল সাবজেক্ট, ইসলামি বই পড়া যেমন জরুরি, এর পাশাপাশি পূর্বপুরুষদের ইতিহাস নিজেদের চোখের সামনে রাখা, তাদেরকে পাঠাভ্যাস করার জন্য প্রয়োজনে সিলেবাসভুক্ত করা ও পরীক্ষার প্রশ্নপত্রে রাখা প্রয়োজন।’

‘এক কথায় কিছু উপায় অবলম্বন করা যেসমস্ত উপায় অবলম্বনের মধ্য দিয়ে আকাবিরদের ইতিহাস থেকে যেন এ প্রজন্ম দূরে না সরে।’- যুক্ত করেন তিনি।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আরও বলেন, ‘আমাদের আকাবিরদের ইতিহাসতো চেপে রাখার মত ইতিহাস নয়। মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখারও নয়। এ ইতিহাস তো অবশ্যই ধরে রাখার মত। তাই, আকাবিরদের ইতিহাস, তাঁদের জীবনী বারবার পাঠে নিয়ে আসা দরকার, যাতে এ ইতিহাস কেউ ভুলে না যায়।’

এসময় তিনি আশংকার কথা ব্যক্ত করে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এমন এক সময় আসছে, যেখানে মানুষ চাইছে মুসলিম শাসনামলের বীরত্বগাঁথা ইতিহাস, আকাবির বুজুর্গদের সাধনাপূরণ ইতিহাসগুলোর চর্চা যেন হারিয়ে যায়। একটা চক্র এমনটাই চাচ্ছে। আমারা যেন এ চক্রের কব্জায় না পড়ি। আমাদেরকে সতর্ক থাকতে হবে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ