বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার শানে রেসালাত সম্মেলন ২২ অক্টোবর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহিদুর রহমান, যশোর জেলা প্রতিনিধি:

হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার শানে রেসালাত সম্মেলন আগামী  ২২ শে অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন দুপুর ২টা থেকে যশোর জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুরু হবে সংগঠনিটর কেন্দ্রীয় ঘোষিত এই শানে রেসালাত সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা সাখাওয়াত হোসাইন ও হেফাজতে ইসলাম বাংলাদেশ কুষ্টিয়া সভাপতি মাওলানা আব্দুল হামিদ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখবেন যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নায়েবে আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

এদিকে শানে রেসালাত সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল বাদ মাগরিব জেলা কার্যালয় যশোর রেলষ্টেশন মাদরাসায় জেলা সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা নাজির আহমাদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা হামিদুল ইসলাম, মুফতী শামসুর রহমান, মুফতী হাফিজুর রহমানসহ যশোর সদর থানার সকল ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ  ২২ শে অক্টোবরের শানে রেসালাত সম্মেলন সফল করার জন্য তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ