বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

দুই দিন পেছালো ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলার তারিখ আগামী ২২ অক্টোবর মঙ্গলবার

|| হাসান আল মাহমুদ ||

দুই দিন পিছিয়ে বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলার তারিখ আগামী ২২ অক্টোবর মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিকালে বইমেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক মিসেস রাশিদা আক্তার সূত্রে আওয়ার ইসলাম আজ রবিবার (২০ অক্টোবর) সন্ধায় নিশ্চিত হয়েছে।

ইফার মেলা কমিটির আহ্বায়ক রাশিদা আক্তার জানান, ইসলামি বইমেলা শুরু হবে ২২ শে অক্টোবর-২০২৪, মঙ্গলবার।

দুই দিন পেছানোর কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, পিপারেশনের একটু ঘাটতি ছিল, তাছাড়া আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় (ধর্ম উপদেষ্টা ড. আ ম ফ খালিদ হোসেন) ২২ তারিখ বিকালে মেলা উদ্বোধন করার সময় দিয়েছেন।

এর আগে গত রবিবার (১৩ অক্টোবর) তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন, ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা আগামী ২০ অক্টোবর-২০২৪ শুরু হবে। আমাদের ইচ্ছে আছে এবারের বইমেলা ২০ দিনব্যাপী করার। পরের মাসের (নভেম্বর) ১০ তারিখ পর্যন্ত শেষ করার ইচ্ছে।’

পড়ুনবায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা ২০ অক্টোবর

জানা গেছে, এবারের বই মেলা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরের পরিবর্তে পূর্ব সাহানের উন্মুক্ত চত্বরে স্থানান্তরের সিদ্ধান্ত দেয়া হয়। এবারের বইমেলায় (৮৫টি) স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের পর স্টল ভাগাভাগির জন্য সবার সম্মুখে প্রকাশ্যে লটারি করা হয়েছে। মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে—লেখক কর্ণার, মোড়ক উন্মোচন কর্ণার এবং থাকছে কালচার প্রোগ্রাম স্টেজ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ