বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আগামীকাল যশোর জেলা ফতোয়া বোর্ডের সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাযী, যশোর প্রতিনিধি:

উলামায়ে দেওবন্দের অবদান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে যশোরে। যশোর জেলা ফতোয়া বোর্ডের উদ্যোগে আগামী রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা সাইন্সল্যাব বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল। বিশেষ আলোচক হিসাবে থাকবেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ।

যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী, যশোর জেলা ফতোয়া বোর্ডের উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, মাওলানা নাজমুল হক, যশোর জেলা কওমি মাদরাসা পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হুসাইন, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলার সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি শামসুর রহমান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর পৌর শাখার সভাপতি মুফতী হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন, যশোর জেলা ফতোয়া বোর্ডের সাংগঠনিক সম্পাদক মুফতী কামরুল আনোয়ার নাঈম।

এদিকে সেমিনার সফল করার লক্ষ্যে আর এন রোড পন্ডিতপুকুর বায়তুল মোকাররম মসজিদে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক আলোচনা করেন হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হুসাইন, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ,হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলার সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি শামসুর রহমান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর পৌর শাখার সভাপতি মুফতী হাফিজুর রহমান ,জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি মুফতী আবদুর রহমান এযাযী প্রমুখ ওলামা কেরাম।

সভায় আগামীকালকের সেমিনার সফল করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ