বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শায়খে যাত্রাবাড়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান, বেফাকের সভাপতি যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

আজ সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় তিনি যাত্রাবাড়ী বড় মাদরাসায় পৌঁছান এবং শায়খে যাত্রাবাড়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি দেশ পুনর্গঠনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আল্লামা মাহমূদুল হাসানের কাছে দোয়া চান এবং বিলম্বে সাক্ষাতের জন্য দুঃখপ্রকাশ করেন। আল্লামা মাহমূদুল হাসান সমন্বয়কসহ দেশের সকল আহত ও শহীদদের দোয়া করেন। এরপর উপস্থিত সকলকে বই এবং সারজিস আলমকে টুপি হাদিয়া প্রদান করেন।

আওয়ার ইসলামকে এ বিষয়ে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান। 

মাওলানা রিদওয়ান জানান, সারজিস আলম আসর পর্যন্ত ছিলেন। আসরের নামাজ পড়ার পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তাতে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। বিশেষ করে যাত্রাবাড়ি ছিল সবচেয়ে ভয়াবহ স্পট। সেখানে আপনাদের সরব ভূমিকায় স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছে। এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আলেম ওলামারা সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে আপনারা সোচ্চার থাকবেন, এটাই আমার বিশ্বাস’।

সমন্বয়ক আরো বলেছেন, দেশে এখনও জায়গায় জায়গায় বিভিন্ন চক্রান্ত চলছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আগে জাজ করবেন বিষয়টা চক্রান্ত কিনা? তারপর সে বিষয়ে সোচ্চার হবেন, মানুষকে সচেতন করবেন। আমরা একসাথে সচেতন হলে নতুন দেশ গড়তে সফল হতে পারবো, ইনশাআল্লাহ।

বক্তব্য শেষে তিনি মাদরাসা ঘুরে দেখেন, আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ