বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কাল (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) বাদ ফজর ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ও ইসলামিক স্কলার, প্রখ্যাত দাঈ শায়খ ইলিয়াস গুম্মান।

এ বিষয়ে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন চট্রগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খুবাইব।

তিনি জানান, শায়খ ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহু সিলেট থেকে রাতে ফিরবেন, এয়ারপোর্ট থেকে সরাসরি বসুন্ধরা মাদরাসায় চলে আসবেন। তারপর সকালে বাদ ফজর তিনি বসুন্ধরা মারকাজে বয়ান রাখবেন।  

প্রসঙ্গত, শায়খ ইলিয়াস গুম্মান বিশেষ সফরে বাংলাদেশে অবস্থান করছেন। আগামী ১৪ নভেম্বর শেষ হবে তার বাংলাদেশ সফর। গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে পাঁচটায় বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

তিনি চট্রগ্রামের জিরি মাদরাসার বার্ষিক সম্মেলনে বয়ান রেখেছেন এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ‘ইমামে আযম’ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এই কনফারেন্সে যোগ দেওয়ার আগে তিনি কাকরাইলে যান এবং মাওলানা যুবায়ের আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া, শায়খ ইলিয়াস গুম্মান আল-মারকাজুল ইসলামীর আয়োজনে মানিকগঞ্জের জামিয়া আবু হুরাইরা রা., সাভারের জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় কেরানীগঞ্জ আল-মারকাজুল ইসলামী একাডেমিক সিটিতে প্রধান অতিথি হিসাবে বয়ান রেখেছেন। আগামীকাল (১৪ নভেম্বর) বসুন্ধরা মারকাজের পর রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসা ও নড়াইলের আন-নূর কমপ্লেক্সে আলোচনা করার কথা রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ