বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

টঙ্গীতে কনকনে শীতে বয়ান শুনছেন মুসল্লিরা, আখেরী মোনাজাত কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

রাজধানীর টঙ্গীর ‘কহর দরিয়া’ খ্যাত তুরাগ নদীর তীরে চলছে দাওয়াত ও তাবলীগ জামাতের জোড় ইজতেমা।

তাবলিগ জামাতের শূরায়ে নেজামের আয়োজনে ৫ দিনব্যাপী এই জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে কাল মঙ্গলবার (৩ ডিসেম্বর)।

এদিন সকাল ৮টা থেকে ১০টার মধ্যে যেকোনো এক সময় মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন শূরায়ে নেজামের শীর্ষ মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা (ভারত)।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।

এদিকে কনকনে শীত ও বৃষ্টি উপেক্ষা করে গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন চিল্লাধারী মুসল্লিরা।

বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশী ৩ চিল্লার সাথী অংশ নেন। কালিমা, নামায, ও যিকির, ইকরামুল মুসলিমিন, তাসহীহেনিয়ত ও তাবলীগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) উপর গুরুত্বপূর্ণ বয়ান করা হয়।

আজ সোমবার চতুর্থদিনে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। সকাল দশটায় বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, বাদ আসর বয়ান করেন পাকিস্তানের ডাক্তার নাওশাদ সাহেব, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং বাংলায় তর্জমা করবেন মাওলানা জুবায়ের।

মোনাজাত শেষে সমবেত চিল্লাধারী মুসল্লিরা দেশ-বিদেশের প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়বেন। ফের বিশ্ব ইজতেমায় সময় তারা ময়দানে সমবেত হবেন।

চার মুসল্লির মৃত্যু: জোড় ইজতেমায় গত চারদিনে চার মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- রংপুর জেলার কোতয়ালী থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মুকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫)ও দিনাজপুর সদরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউছার আলী(২৮), সিরাজগঞ্জ সদরের মো. শহিদুল ইসলাম(৬৫) ও আব্দুল হাকিম আকন্দ (৭২)।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ