বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

হাসপাতাল ছাড়লেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

হাসপাতাল ছেড়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ! ২ দিন ভর্তি থাকার পর স্বাস্থ্যের উন্নতি হওয়ায় চিকিৎসকের সিদ্ধান্তে আজ দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলাম।

তিনি উল্লেখ করেন, গত সোমবার দিন দুপুর দেড়টায় প্রচন্ড পেটব্যথা নিয়ে ধানমন্ডি শংকরের ইবনে সিনা হাসপাতালের জরূরী বিভাগে চিকিৎসা নিতে যাই। ব্যথানাশক ওষুধ প্রয়োগেও বিশেষ ফল না হওয়ায় চিকিৎসকের পরামর্শ ও তত্বাবধানের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

মাওলানা মামুনুল হক বলেন, ইউরোলোজী বিভাগের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আঃসালাম সাহেবের তত্বাবধানে দুই দিনের নিবিড় পরিচর্যা ও আন্তরিক চিকিৎসার উসিলায় মহান আল্লাহ তাআলা অতিদ্রূত সুস্থ্যতা দান করেছেন। আজ পরীক্ষা-নিরীক্ষার পর ডাঃ আঃসালাম সাহেবের অনুমোদনে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ দেয়।

এসময় তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইবনে সিনা কর্তৃপক্ষ, চিকিৎসকবৃন্দ ও নার্স-সেবকদের আন্তরিক সেবায় আমি ও আমার পরিবার মুগ্ধ। আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুন। আমীন।

মুহতারাম ধর্মউপদেষ্টা হযরত মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, আমীরে জামাত ডাঃ শফীকুর রহমান, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মুনীর হোসাইন কাসেমী, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা ওয়ালীউল্লাহ আরমান, মুফতী এনায়েতুল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা নূর মোহাম্মাদ, ছাত্রনেতা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ অনেক শুভানুধ্যায়ী কষ্ট করে হাসপাতালে ইয়াদাতের জন্য এসেছেন।দেশ ও প্রবাসের অসংখ্য ভাই ও বোনেরা দোয়া করেছেন।তাদের সকলের প্রতি শুকরিয়া। সিহহত ও আফিয়াতের জন্য সকলের দোয়া কামনা করছি।

এর আগে মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপতালে ভর্তি হয়েছিলেন। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। সোমবার রোগবৃদ্ধি পেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ