বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, নেই ভারতে: হেফাজত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, নেই পাশের দেশ ভারতে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

হেফাজত মহাসচিব বলেন, আমরা সকলে বাংলাদেশের নাগরিক। সকলে আমরা ভাই ভাই। কুরআনের আলোকে আমরা সবাই এক বাবা আদম আ: এর সন্তান। সে হিসাবে আমরা সবাই ভাই ভাই। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য।

তিনি উল্লেখ করেন, বৈঠকে বেশ কয়েকজন অমুসলিম ভাই আজ স্বীকার করেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে। সেখানে অনেক মুসলিমদের শহীদ করা হচ্ছে। অথচ আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরেও বাংলাদেশ শান্ত, কোথাও কোনো দাঙ্গা হয় নাই। কোনো অঘটন ঘটে নাই।

তিনি বলেন, ফরিদপুরের মধুখালিতে আমাদের দুজন হাফেজ ছাত্রকে হত্যা করা হয়েছে, তারপরও কোনো দাঙ্গা হয় নাই। আমরা অমুসলিম ভাইদের মন্দিরও পাহারা দিয়েছি।

আল্লামা সাজিদুর রহমান জানান, ‘বৈঠকে বলে এসেছি, আমরা সকলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ‘।

এসময় হেফাজত মহাসচিব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরার জন্য দেশের সকল মিডিয়া পরিচালক ও সাংবাদিকদের অনুরোধ জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ