বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংর্ঘষে বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সাত জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আহতদের অনেকে প্রথমে স্থানীয় পপুলার হাসপাতালে নেয়।

সেখান থেকে বিকালে ঢামেক হাসপাতাল আনা হয়েছে। 
আহতরা হচ্ছেন, আদিব, লিয়ন, ফজলে হাসান, রাজিন, নাজমুস সাকিব, আহসান শামীমসহ ৭ জন। 

সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত আহসান শামীম (১৮)। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদের কলেজের অদূরে বাস থেকে নামার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়া।

তাদের ছরিকাঘাতে সিটি কলেজের অন্তত ১৪/১৫ জন আহত হয়। সেখান থেকে পপুলার হাসপাতালে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢামেক হাসপাতালে আসা হয়।
তিনি অভিযোগ করেন, ‘শুনেছি গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে, কে বা কাহারা মারধর করছে।

তা আমি জানি না। কিন্তু ওই কলেজের ছেলেরা আমাদের ওপর হামলা করেছে।’ 
অপর দিকে, ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে হাসান বলেন, ‘গতকাল আমাদের কলেজের  ইন্টারমিডিয়েট পড়ুয়া ছোটভাইদের মারধর করে অশ্লীল ছবি ধারণ করেছে। এসব নিয়ে আজ তাদের সাথে সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। আমি তাদের ফিরাতে গিয়েছিলাম। তখন আমি আহত হই।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ