বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬


বগুড়ায় ছুরিকাঘাতে জখম করে ১০ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে জখম করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির চিৎকারে আশপাশে থাকা মানুষ এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনি বটতলা এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম তারেক (৪০)। তিনি শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের ছেলে এবং কলোনি এলাকার মালিয়া এন্টারপ্রাইজ (যমুনা গ্যাস ডিস্ট্রিবিউটর)-এর ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় জানায়, তারেক সকালে নিজ বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে দুষ্কৃতিকারীরা চাকু দিয়ে তার হাত ও পায়ে আঘাত করে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দীন বলেন, তারেক নামে এক ব্যক্তিকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর আমরা পেয়েছি। এ ঘটনায় আহতের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করতে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ