শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না’ ‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’ ‘কওমি তরুণরা নানা অহেতুক কাজে জীবন খোয়াচ্ছেন’ ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস

আল্লামা ইসহাক ফরিদী রহ.কে নিয়ে ‘মনীষী গবেষণা সপ্তাহ’ শুরু হচ্ছে আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

আগামীকাল থেকে শুরু হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের ভিন্নধর্মী আয়োজন, ‘মনীষী গবেষণা সপ্তাহ ২০২৪।’ আয়োজনটিতে ‘আল্লামা ইসহাক ফরিদী রহ. : জীবন কর্ম ও সাধনা’কে উপজীব্য করে নানা আয়োজন রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে- এক. অনলাইন কনফারেন্স। দুই. সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। তিন. লেখা প্রকাশ।

শনিবার (৮ জুন) সকাল থেকেই আওয়ার ইসলামে শুরু হবে এই আয়োজন। সপ্তাহজুড়ে তিন ক্যাটাগড়ির আয়োজনে চর্চিত হবেন বরেন্য আলেম আল্লামা ইসহাক ফরিদী রহ.।

তিন ক্যাটগড়ির অনুষ্ঠানগুলোর মধ্যে অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত হবে ৩ পর্বে। আগামী শনি, রবি ও সোমবার রাত নয়টায় আওয়ার ইসলাম টিভিতে সরাসরি প্রচারিত হবে এই আয়োজন। এতে অংশগ্রহণ করবেন আল্লামা ইসহাক ফরিদী রহ. এর সহপাঠী, সহকর্মী, শাগরেদ, আত্মীয়স্বজনসহ দেশবরেণ্য শাইখুল হাদিস, মুহাদ্দিস, লেখক, সাংবাদিক, সংগঠক ও চিন্তক আলেমগণ।

পাশাপাশি সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় সপ্তাহ জুড়ে আল্লামা ইসহাক ফরিদী রহ. সংশ্লিষ্ট নানা প্রশ্ন দেওয়া হবে আওয়ার ইসলাম পাঠকদের জন্য। এর মধ্যে সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে প্রতিদিন তিনজনকে দেওয়া হবে পুরস্কার।

এছাড়া লেখা প্রকাশ ক্যাটাগড়িতে আওয়ার ইসলাম পত্রিকায় বিশেষ আয়োজনের মাধ্যমে আল্লামা ইসহাক ফরিদী রহ.কে নিয়ে স্মৃতিগদ্য, ফিচার, ছড়া-কবিতা, মুক্তগদ্যসহ বিভিন্ন লেখা প্রকাশ করা হবে।

অনুষ্ঠান বাস্তাবায়নের জন্য ইতোমধ্যে আল্লামা ইসহাক ফরিদী রহ. এর সহপাঠী, সহকর্মী, শাগরেদ, আত্মীয়স্বজনকে নিয়ে একাধিক বৈঠক সম্পন্ন করেছে আওয়ার ইসলাম। এছাড়া সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে পত্রিকাটি।

প্রবাদতুল্য এই মনীষীকে নিয়ে আয়োজিত ‘মনীষী গবেষণা সপ্তাহ ২০২৪’ এর সব আয়োজন দেখা যাবে আওয়ার ইসলাম ও আওয়ার ইসলাম টিভিতে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ