বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ।। ২৯ শ্রাবণ ১৪৩২ ।। ১৯ সফর ১৪৪৭

শিরোনাম :
সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই শিক্ষককে হত্যার হুমকির তীব্র নিন্দা  গাজা গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা: ধর্ম উপদেষ্টা আ.লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’ হবে গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার মা-বাবা ও উসতাদের সম্মানে দাঁড়ানো কি জায়েয? রাজধানীতে আবারও শক্তির জানান দিলো জামায়াত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সুখবর দিলেন সচিব জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচন দিতে হবে: জামায়াত নায়েবে আমির

গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশকে নতুন পথ দেখিয়েছে। তাদের আবেগ ও বার্তা বুঝতে হবে। দীর্ঘ ১৬-১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের শাসন চললেও সাহসী তরুণদের উত্থান এক চমকপ্রদ ঘটনা। ইতিহাস প্রমাণ করেছে—গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ উৎখাত করা যায় না, আর জুলাই আন্দোলনে তরুণ-যুবকরা সেটিই দেখিয়ে দিয়েছে।

বুধবার (১৩ আগস্ট) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ কোনো রাষ্ট্রে হঠাৎ তৈরি হয় না। অতীত শাসনামলে ব্যবসায়ী, আমলা, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সহযোগিতায় ফ্যাসিবাদের ভিত্তি গড়ে উঠেছিল। তারা ন্যারেটিভ তৈরি করে এই শাসনব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল।

তিনি জানান, জুলাই আন্দোলনে তরুণ সাংবাদিকরা নির্ভীক ভূমিকা রাখলেও অনেক প্রবীণ সম্পাদক ও অভিজ্ঞ সাংবাদিক পক্ষপাতমূলক আচরণ করেছেন বা আত্মনিয়ন্ত্রণের আশ্রয় নিয়েছেন। সাংবাদিকদের সৎ, সাহসী ও চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকতে হবে। এস্টাব্লিশমেন্টের ভুল তুলে ধরে কাজ করতে হবে। উভয় পক্ষের বক্তব্য নিয়েই সংবাদ প্রকাশ করা জরুরি।

বাকস্বাধীনতা ফিরে পেলেও তা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে কি না, তা নির্বাচনের পর প্রমাণিত হবে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। তার মতে, নির্বাচিত সরকার যদি আগের সরকারের পরিণতি থেকে শিক্ষা না নেয়, তবে ফ্যাসিবাদ ফের আসবে।

জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কিছু বলার আগে নিজেকে সমৃদ্ধ করতে হবে। তরুণদের যে উদ্দীপনা, তা ধরে রেখে এগোতে হবে। সাংবাদিকদের ভূমিকা বোঝার আগে তাদের ফ্যাসিবাদ সৃষ্টিতে ভূমিকা ছিল কি না সেটিও বুঝতে হবে।

তিনি অভিযোগ করেন, হাসিনার পতনের মাত্র ১২ দিন আগে কিছু সম্পাদক তার কাছে গিয়ে ছাত্র আন্দোলন দমনের পরামর্শ দিয়েছিলেন। শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন উত্তরাধিকার সূত্রে, কারণ তার বাবা ছিলেন বড় ফ্যাসিস্ট।

২০০৮ সালের নির্বাচনের আগে থেকেই ভারতীয় আধিপত্যবাদ ও ওয়ান ইলেভেন সরকারের চক্রান্তের বিষয়ে সতর্ক করেছিলাম উল্লেখ করে তিনি বলেন, ২০১৮ সালে ভুয়া মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন আমি বলেছিলাম—নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ পতন সম্ভব নয়, গণঅভ্যুত্থান ছাড়া কোনো দেশে এমন নজির নেই। ২০২৪ সালে দেশের তরুণ সমাজ বুকের রক্ত দিয়ে সেই সত্য প্রমাণ করেছে।

সাংবাদিকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ক্ষমতাকেন্দ্রের ভুল নিয়ে কথা বলা, যা বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে হয় বলে মন্তব্য করেন তিনি।

আলোচনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, জুলাই আন্দোলন দেশের ইতিহাসে এমন এক অধ্যায়, যেখানে ছাত্র-জনতা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

এছাড়া বক্তব্য দেন জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর শরিফ মোহাম্মদ খান, আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং জুলাই আন্দোলনের কর্মী আয়মান আহাদ।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন শিক্ষার্থী জারিন প্রভা ও মাহবুবুর রহমান আকাশ। শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ