রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
পুনঃনিরীক্ষণে দাখিলে আরও ৯৯১ শিক্ষার্থী পাস এক মাসে হারামাইনে আগমন ঘটেছে ৬ কোটির বেশি মুসলিমের ৮৮ দিনে কুরআন হিফজ করে প্রশংসায় ভাসছে ৭ বছরের ফাহিম গাজা দখল ষড়যন্ত্র রুখে দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান তুরস্কের ঢাকা-দিল্লি সম্পর্ক কি ঘুরে দাঁড়াবে? মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিচারিক কার্যক্রম গতিশীল করার উদ্যোগ গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু, মৃত্যুর মিছিল থামছে না ইরানের হুমকিতে ট্রাম্পের পরিকল্পিত ককেশাস করিডর অনিশ্চিত আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ‘সকালের ক্লান্তি মানে শুধু ঘুম কম না, বরং শরীর কিছু বলার চেষ্টা করছে’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহলে হাদীস যুব সংঘের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শনিবার (৯ আগস্ট ২০২৫) বাদ মাগরিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জিরো পয়েন্ট মসজিদে আহলে হাদীস যুব সংঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

কমিটির সভাপতি মনোনীত হন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুদ্দাছির ছাক্বিব সহ সভাপতি  মো আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হেসেন৷

চবি শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুছাদ্দিক বলেন, 'আহলে হাদীস যুব সংঘের হাত ধরে শীঘ্রই দেশের প্রতিটি ক্যাম্পাসে নির্ভেজাল তাওহীদের দূগ গড়ে উঠবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আতাউর রহমান খান। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ' 'বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ' নির্ভেজাল তাওহীদের রক্ষক, এটি পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর যথাযথ অনুসরণের পাশাপাশি বিজাতীয় সংস্কৃতি ও মতবাদ ছুড়ে ফেলে পবিত্র কোরআন ও সহীহ হাদিস অনুযায়ী জীবনের প্রতিটি স্তর পরিচালনা করতে শেখায়।

নব মনোনীত সভাপতি মুদ্দাছির ছাক্বিব বলেন, 'শিরক, বিদয়াত ও কুফরী মতবাদের বিপরীতে রাসূলুল্লাহ (স.) এর প্রকৃত সুন্নাহ প্রচার, প্রসার ও বাস্তবায়নের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, একজন মুসলিম হিসেবে আসুন, পবিত্র কোরআন ও সহীহ হাদিসের আলোকে জীবন গড়ি।

সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, 'আমরা মানুষকে সেই আদর্শের দিকে আহবান করছি যে আদর্শ মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে মহান আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যায়, আমরা মানুষকে সেই আদর্শের দিকে আহবান করছি যে আদর্শ ইনসাফের কথা বলে, যে আদর্শ আমাদের সদা সত্যের পথে চালিত করে, এটা সেই আদর্শ যে আদর্শের দীক্ষাগুরু শেষ নবী হযরত মুহাম্মাদ (সাঃ)।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ