সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপ-কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের কার্যক্রম গতিশীল ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্র রাজনীতিকে আরও সংগঠিত, কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে উপ-কমিটি নবায়ন করা হয়েছে। ২ আগষ্ট'২৫ শনিবার কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম লিখন এর প্রস্তাবনায়, সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান এর সুপারিশক্রমে ২০২৫-২৬ সেশনের কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি অব স্কলার্স-এর শিক্ষার্থী নূরে আলম সিদ্দিকী এবং সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী খালিদ হাসান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শামীম মাতুব্বর।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী এনায়েত বিন নাসির, প্রশিক্ষণ ও দাওয়াহ সম্পাদক স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়াকুব আলী, তথ্য ও গবেষণা সম্পাদক ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী কাজী মুহাম্মদ রুহিন, অর্থ ও কল্যাণ সম্পাদক নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী আবু সাইদ আসাদ, উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার সম্পাদক নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এস. কে. সাব্বির, প্রচার ও মিডিয়া সম্পাদক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আশরাফুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী আহসানুল হক সোহান, আইন ও ছাত্র অধিকার সম্পাদক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আলবিৎ হাসান, ক্রীড়া ও পাঠচক্র সম্পাদক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাসরিফুর রহমান, ছাত্র কল্যাণ সম্পাদক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু সাইদ এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী কামরুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী সাব্বির আহমাদ এবং আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী আব্দুল্লাহ আশ শাকুর।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, নবগঠিত এই কমিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে ইসলামী আদর্শভিত্তিক, সৃজনশীল ও দায়িত্বশীল ছাত্র নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে একটি সৎ, সচেতন ও আদর্শবান প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ