দারুলউলুম দেওবন্দের মসজিদে রশিদে রবিবার (৩ আগস্ট) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে ইসলাহি মজলিস। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই মজলিসে জামিয়ার সব ছাত্র অংশগ্রহণ করে।
মজলিসের সভাপতিত্ব করেন শায়খুল হাদিস ও মোহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে শুরার সদস্য মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী।
উপস্থাপনায় থাকা শায়খ মুজ্জাম্মেল বাদায়ুনী শিক্ষার্থীদের উস্তাদের প্রতি শ্রদ্ধা, খেদমতের মনোভাব ও গভীর অধ্যয়নের প্রতি মনোযোগী হতে উদ্বুদ্ধ করেন এবং আকাবিরদের স্মৃতিচারণের মাধ্যমে অনুপ্রাণিত করেন।
বিশেষ অতিথি মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী তা’লিম, তারবিয়াত, ইসলাহ, আমল-আখলাক, ইখলাস, তাযকিয়া, পরিচ্ছন্নতা ও রিয়াযতের গুরুত্ব তুলে ধরেন এবং আকাবির আসলাফদের শিক্ষণীয় ঘটনাও বর্ণনা করেন।
সমাপনী বক্তব্যে মোহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী মোবাইল ব্যবহারের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের তাযকিয়া ও ইসলাহের মাধ্যমে প্রকৃত আলেমে দ্বীন হওয়ার আহ্বান জানান। তাঁর রূহানী দোয়ার মাধ্যমে মজলিসের সমাপ্তি ঘটে।
এমএইচ/