দেশের ইমাম-খতীব ও ওলামায়ে কেরামদের জাতীয় সেচ্ছাসেবী সংগঠন ‘জাতীয় ইমাম ও খতীব সংস্থা’ বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম ও খতীবদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আজ বাদ মাগরিব শহরের ট্রাংক রোডস্থ ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের সভাপতি, হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মাওলানা মু. আতাউর রহমান আলমপুরী।
মাওলানা কারী আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় ফেনী জেলার অন্যান্য ইমাম ও খতীবগণ উপস্থিত থাকবেন।
এমএইচ/