শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না’ ‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’ ‘কওমি তরুণরা নানা অহেতুক কাজে জীবন খোয়াচ্ছেন’ ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস

“বন্যায় আলেম সমাজের অবদান চিরস্বরণীয় হয়ে থাকবে”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যায় প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদান করছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনে

বন্যায় আলেম সমাজের অবদান চিরস্বরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর  মাওলানা মুজিবুর রহমান হামিদী।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো দয়া বা অনুগ্রহ নয় বরং আমাদের ঈমানী ও মানবিক দায়িত্ব। ইসলাম সহমর্মিতা ও মানবতার কল্যাণের ধর্ম। ইসলামের আদর্শই হচ্ছে একে অপরের সহযোগিতা করা, একজন আরেকজনের পাশে দাড়ানো। ইসলামের এই সুমহান শিক্ষার চেতনার আলোকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাড়িয়ে ইসলামী নেতৃবৃন্দ, আলেম, ছাত্র ও যুব সমাজ যে অবিস্মরণীয় অবদান রেখে চলছে তা চিরস্বরণীয় হয়ে থাকবে।

আজ মঙ্গলবার ( ২৭ আগস্ট) সকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ শ্যামপুর, উত্তর শ্যামপুর, পীর যাত্রাপুর, জগতপুর ও সাদকপুর বন্যায় প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিশেষ সম্পাদক ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুফতি জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর আলম শাহিন, ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর সহ সভাপতি হাফেজ আতাউল্লাহ প্রমূখ। আরো উপস্থিত ছিলেন পীর যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের ও ইউপি মেম্বার শফিউল করিম প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ