সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্যার্তদের সেবায় ‘আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের সেবায় `আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন’

দেশের বন্যাদুর্গত এলাকায় বিশাল ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে কিশোরগঞ্জের জনসেবামূলক সংস্থা আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন।

৩০ সেপ্টেম্বর শনিবার থেকে এ পর্যন্ত ফেনীর সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম,  দাগনভূয়া, ছাগলনাইয়া ও সদর উপজেলার প্রায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল ও নগদ ৫০০ টাকাসহ ডাল, চিনি, লবণ, মসলা, চিড়া, মুড়ি, খেজুর, পানি, মোমবাতি, গোসলের সাবান,  গুড়, খাবার স্যালাইন, স্যানিটারি নেপকিন ও নিত্য প্রয়োজনীয় ওষুদসহ প্রায় ২ হাজার টাকা মূল্যমানের একটি প্যাকেট প্রদান করা হয়।

বন্যার্তদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান ও কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমাদ রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আব্দুর রউফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর মুহাম্মদ এনামুল হকসহ ফাউন্ডেশনের সেচ্ছাসেকবৃন্দ।

সংস্থাটির সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব বিন আব্দুর রউফ জানান, বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণে ফাউন্ডেশনের নিজস্ব তহবিলের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা রয়েছে। বিশেষত বন্যার্তদের জন্য এ ফাউন্ডেশনের উপহার প্রদানের উদ্যোগের কথা জানতে পেরে কিশোরগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদরাসা, সামাজিক সংগঠন এমনকি অমুসলিমরাও এ তহবিলে অনুদান দিয়েছেন। এতে প্রায় সাড়ে ২৬ লক্ষ টাকা জমা হয় এ তহবিলে। বন্যার্তদের উপহার প্রদান চলমান থাকবে বলেও তিনি জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ