শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না’ ‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’ ‘কওমি তরুণরা নানা অহেতুক কাজে জীবন খোয়াচ্ছেন’ ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো স্কুল শিক্ষার্থীদের কুরআনী উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর উদ্যোগে দারুল আরকাম ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে আফটার স্কুল মাকতাব শিক্ষার্থীদের কুরআনুল কারীম এর সবক অনুষ্ঠান ২০২৫।

শনিবার (৮ মার্চ) এই অনুষ্ঠানে আফটার স্কুল মাকতাব-এর ২৫০ জন শিক্ষার্থীকে কোরআনুল কারিমের সবক প্রদান করা হয়। এছাড়া, কুরআন খতমকারী এবং সূরা ইয়াসিন, ফজিলতের সূরা ও কুরআনুল কারীমের বিশেষ পারার হিফজ সম্পূর্ণকারী ৬৫ জন স্কুল শিক্ষার্থীদেরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ও সনদ।

অনুষ্ঠানটি আয়োজন করে আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর প্রধান কার্যালয় দারুল আরকাম ইনস্টিটিউট।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে কুরআনুল কারীমের সবক প্রদান করে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আব্দুর রাজ্জাক নদভী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল আরকাম ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে পরিচালিত আফটার স্কুল মাকতাব এর বিভিন্ন শাখার দায়িত্বশীল ও উস্তাদবৃন্দ  ও কিশোরগঞ্জের স্থানীয় উলামায়ে কেরাম।

উল্লেখ্য, দারুল আরকাম ইনস্টিটিউট  ২০০৯ থেকে প্রায় দেড় যুগ ধরে মাকতাব শিক্ষা নিয়ে কাজ করে আসছে। মুসলমানদের হাজার বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাকতাব শিক্ষাকে যুগ চাহিদার প্রেক্ষিতে সংস্কার করে একাডেমিক পদ্ধতিতে স্কুল শিক্ষার্থীদের কাছে কুরআন ও ইসলামের মৌলিক শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দারুল আরকাম ইনস্টিটিউট কিশোরগঞ্জসহ সারা দেশে পরিচালনা করছে আফটার স্কুল মাকতাব কার্যক্রম।

দারুল আরকান ইনস্টিটিউট ও আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম বলেন, ‘নতুন প্রজন্ম বিশেষত স্কুলগামী  শিক্ষার্থীদের কাছে ঈমান- আকিদা ও কুরআনী শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা ২০০৯ থেকে কাজ করে যাচ্ছি। একটি আদর্শ, নীতিবান, দায়িত্ব সচেতন ও আত্মমর্যাদা সম্পন্ন প্রজন্ম গঠনের ক্ষেত্রে কুরআনী ও ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের প্রজন্মের ঈমান- আকিদা, ধর্মীয় চেতনা ও মূল্যবোধ রক্ষা করা আমাদের ঈমানী ও জাতীয় দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই আমরা দেশব্যাপী পরিচালনা করছি আফটার স্কুল মাকতাব কার্যক্রম।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, দারুল আরকাম ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে স্কুল শিক্ষার্থীদের জন্য পরিচালিত হচ্ছে দুইটি বিভাগ:

এক.

আফটার স্কুল মাকতাব বিভাগ :  এই বিভাগে স্কুল শিক্ষার্থীরা প্রতিদিন মাত্র এক ঘণ্টা সময় দিয়ে কুরআন, সুন্নাহ,ইসলামি আকিদা,ফিকহ ও ইসলামী শিষ্টাচার ইত্যাদি দ্বীনের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জন করছে।

দুই.

আফটার স্কুল হিফজ বিভাগ : আফটার স্কুল মাকতাব এর নির্দিষ্ট সিলেবাস সম্পন্নকারী মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে হিফজ করার বিশেষ সুযোগ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ