শাপলা চত্বরের শহীদদের স্মরণে আগামী ২৪ মে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট সেমিনার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ কনফারেন্স। “শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা” শীর্ষক এ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে “শাপলা স্মৃতি সংসদ”।
আয়োজকরা জানান, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছেন, তাঁদের স্মরণে এবং সেই আত্মত্যাগের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা বলেন, শহীদেরা চিরঞ্জীব; তাঁদের রক্তে লেখা বিপ্লবের ইতিহাস আজো প্রেরণা জোগায় নতুন প্রজন্মকে।
কনফারেন্সে শাপলার শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরা হবে। অনুষ্ঠানে সকল দেশপ্রেমিক নাগরিক ও ঈমানদার হৃদয়ের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলছেন, যেন এই উদ্যোগ সফলতা লাভ করে এবং শহীদদের স্মৃতি চিরজাগরুক থাকে জাতির হৃদয়ে।
এসএকে/