শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না’ ‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’ ‘কওমি তরুণরা নানা অহেতুক কাজে জীবন খোয়াচ্ছেন’ ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস

কেরানীগঞ্জে ভ্রাম্যমান ইসলামি পাঠাগারের যাত্রা শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর কেরানীগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভ্রাম্যমান ইসলামি পাঠাগার। শুক্রবার (১৩ জুন) কালিন্দী ঈদগাহ জামে মসজিদ থেকে উম্মাহ একাডেমির উদ্যোগে এ পাঠাগার কার্যক্রমের শুভ সূচনা হয়।

এই পাঠাগারের উদ্যোক্তা তরুণ আলেম মাওলানা মাহমুদুল হাসান সাগর জানান, ২০১৩ সাল থেকেই তিনি স্থানীয়ভাবে পাঠাগার কার্যক্রম পরিচালনা করে আসছেন। শুরু থেকেই তার স্বপ্ন ছিল একটি ভ্রাম্যমান পাঠাগার গড়ে তোলার। এবার সেই স্বপ্ন বাস্তব রূপ পেল।

তিনি জানান, প্রাথমিকভাবে কেরানীগঞ্জ থানা এলাকাকে কেন্দ্র করেই কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাঠাগার পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি শুক্রবার কেরানীগঞ্জের বিভিন্ন জামে মসজিদে মুসল্লিদের মাঝে ইসলামি বই বিতরণ করা হবে। এছাড়া প্রতি মঙ্গলবার এলাকার বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষরা বলেন, এই ভ্রাম্যমান ইসলামি পাঠাগার সমাজে নৈতিকতা, চরিত্র গঠনে ও ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও কেরানীগঞ্জে তাদের প্রতিষ্ঠিত স্থানীয় পাঠাগারগুলো হলো— হেরার আলো ইসলামী পাঠাগার, কুশিয়ারবাগ; আলোর ফোয়ারা ইসলামী পাঠাগার, মান্দাইল; মান্দাইল খলিফাপাড়া ইসলামী পাঠাগার; আলোর দিশারী ইসলামী পাঠাগার, কালিন্দী।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ