শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

মাদানী মজলিস বাংলাদেশ-এর ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর রামপুরা পাওয়ার হাউজ এলাকায় সোমবার (২৫ আগস্ট) বাদ এশা অনুষ্ঠিত হয় এক ভিন্নধর্মী মানবিক আয়োজন। শায়খুল হাদিস মুফতী হাফীজুদ্দীনের তত্ত্বাবধানে পরিচালিত সেবামূলক সংগঠন 'মাদানী মজলিস বাংলাদেশ' এর উদ্যোগে শতাধিক রিকশাচালকের মাঝে মাদানী মজলিস বাংলাদেশ-এর লগো খচিত গেঞ্জি বিতরণ করা হয়।

শুরুতে সংগঠনের সদস্যরা এলাকার নিকটবর্তী প্রতিবেশী গ্যারেজগুলোতে যান। সেখানে রিকশাচালক ভাইদের সঙ্গে আন্তরিক আলাপচারিতা ও কালেমা এবং নামাজের দাওয়াত প্রদান করেন। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে-তাদের হাতে উপহার হিসেবে  তুলে দেওয়া হয় নতুন গেঞ্জি।

এরপর কর্মসূচি চলে রামপুরা পাওয়ার হাউজ স্পটে। সেখানে রাস্তায় চলাচলরত বহু রিকশাচালকের হাতে এই উপহার পৌঁছে দেওয়া হয়। হাদিয়া পেয়ে রিকশাচালকেরা অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, উপহার বিতরণের মধ্য দিয়ে আমরা সমাজের অসহায় দরিদ্রপীড়িত শ্রমজীবী মানুষের দুয়ারে কালেমার দাওয়াত পৌঁছে দিতে চাই। 

গেঞ্জি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মাদানী মজলিস বাংলাদেশ-এর উদ্যমী কর্মী মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইউসুফ, মাওলানা খাইরুজ্জামান, মাওলানা সাদ, মাওলানা সুলাইমান, মাওলানা সাকিব, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা রহমাতুল্লাহ ও মাওলানা মাহবুবসহ অন্যান্য দ্বীনি ভাইয়েরা।

মাদানী মজলিস বাংলাদেশের কার্যক্রমের মূলধারা হলো-কালেমা ও নামাজের দাওয়াত প্রচার, যুবসমাজকে গুনাহ থেকে বাঁচানো, ছাত্র-যুবকদের দীনি ও নৈতিক শিক্ষা প্রদান এবং সমাজে দরিদ্র-অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এ ধারাবাহিকতায় তারা যেমন গেঞ্জি বিতরণের মতো ক্ষুদ্র উদ্যোগে আন্তরিক ভালোবাসা পৌঁছে দিচ্ছে, তেমনি ভবিষ্যতেও সামাজিক ও মানবিক সেবার নানা কর্মকাণ্ডে অগ্রসর হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ