শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৪ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৯ আগস্ট, শুক্রবার রাতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী ও নির্যাতিত নেতা নুরুল হক নুরের ওপরে প্রশাসনের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন, ফ্যাসিবাদ উত্তর এই সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপরে এই ধরণের হামলা কোন যুক্তিতেই মেনে নেয়া যায় না, সহ্য করা যায় না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া হলো, ফ্যাসিবাদের সম্ভাব্য যে কোন ধরণের উত্থান রুখে দেয়া। বিগত আমলে গণতন্ত্রের বিরুদ্ধে ও ফ্যাসিবাদের পক্ষে জাতীয় পার্টির ন্যাক্কারজনক ভূমিকা সকলের জানা। বলতে গেলে আওয়ামী ফ্যাসিবাদের আইনী পাটাতন নির্মাণে প্রধান ভূমিকা ছিলো তাদের। ৫ আগষ্টের পরে জাতীয় পার্টির বিষয়েও সিদ্ধান্ত নেয়া দরকার ছিলো। সেটা করা হয় নাই। এখন জাতীয় পার্টির ইস্যুতে নুরের মতো একজন ফ্যাসিবাদ বিরোধী নেতাকে রাস্তায় লাঠিপেটা করা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, আমরা বিশ্বাস করতে চাই, এটা মাঠে থাকা সেনা ও পুলিশ সদস্যের তাৎক্ষণিক নেয়া ভুল সিদ্ধান্তের ফল। সেজন্য তারা কেন ফ্যাসিবাদ বিরোধী শীর্ষ একজন নেতাকে মারধোর করলো তার জবাবদিহি করতে হবে এবং এর পেছনে কার মদদ বা উস্কানি আছে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

আমরা এই বিষয়ে সরকারের শীর্ষ কর্তাদের দ্রুত ও কার্যকর ভূমিকা দেখতে চাই অন্যথায় ফ্যাসিবাদের পক্ষে কারা দাড়ানোর সাহস করে তা ফ্যাসিবাদ বিরোধী শক্তি দেখবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ