শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ: ধর্ম মন্ত্রণালয় নিজের অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে পেহেলগামে জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য জুমার দিন যে আট আমল করবেন পাকিস্তানের ধাওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেল আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা র-এর নথি ফাঁস! কাশ্মীর হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ভারতে স্কুলের খাবারে সাপ, অসুস্থ শতাধিক শিশু ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা

ব্রিটেনের মুসলিমদের সতর্কবার্তা সুনাকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্যে ইসলামি জিহাদের ডাক এবং ইহুদি ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা বা কোনো প্রকার হুমকি সহ্য করা হবে না বলে ব্রিটেনের মুসলিমদের সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ইসরায়েল ও হামাসের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধকে ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের অনেক দেশের ইসলাম ধর্মাবলম্বীদের মতো ব্রিটেনের মুসলিমদের একাংশও ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনসহ বার্মিংহাম, কার্ডিফ এবং বেলফাস্টে ফিলিস্তিনের পক্ষে বিশাল আকারের মিছিল হয়েছে। সেসব মিছিলে উচ্চারিত বিভিন্ন স্লোগানে অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ এবং ইহুদি ধর্মাবলম্বীদের প্রতি খোলাখুলিভাবে ঘৃণা জানানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ।

গত শনিবার শুধু লন্ডন ও তার আশপাশের এলাকায় প্রায় ১ লাখ মানুষ ফিলিস্তিনি মুসলিমদের প্রতি সহমর্মিতা জানিয়ে মিছিল করেন। সোমবার এক বিবৃতিতে ঋষি সুনাক বলেন, ‘শনিবার আমরা যুক্তরাজ্যের সড়কে জিহাদের ডাক এবং ইহুদিদের প্রতি ঘৃণা লক্ষ্য করেছি। জিহাদের আহ্বান কেবল যুক্তরাজ্যে বসবাসরত ইহুদি ধর্মাবলম্বীদের জন্যই নয়, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও বড় হুমকি। আমরা কখনও আমাদের দেশে ইহুদিবিদ্বেষ সহ্য করব না।’

‘দেশে কট্টরপন্থা মাথাচাড়া দিচ্ছে কি না তা খতিয়ে দেখতে ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে,’ বিবৃতিতে বলেন সুনাক।

প্রসঙ্গত, ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন করছে যুক্তরাজ্য। গেল সপ্তাহে ইসরায়েল সফরে গিয়েছিলেন সুনাক। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, ‘ইসরায়েল এবং ইসরায়েলের জনগণের প্রতি সংহতি জানাতে আজ আমি এখানে এসেছি। আপনারা অবর্ণনীয় ও ভয়াবহ সন্ত্রাসবাদ সহ্য করেছেন এবং আমি আপনাদের বলতে চাই যে যুক্তরাজ্য সবসময় আপনাদের পাশে আছে।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ