শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যা আছে হেফাজতের ঘোষণাপত্রে শাপলার প্রতিটি হত্যায় হাসিনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত: মাহমুদুর রহমান নারী কমিশন ইস্যুতে সরকারকে কড়া বার্তা হেফাজতের ভারতে ভয়াবহ হামলা চালাতে পারে পাকিস্তান  তাঁকে মনে করতাম বাংলাদেশের আলী মিয়া নদভী ‘হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী নয়, নারী অধিকারে বিশ্বাসী’ আলেম-উলামার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না: এনায়েতুল্লাহ আব্বাসী আলমডাঙ্গায় 'ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ) : জীবন ও কর্ম' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নারী কমিশনের কিছু সুপারিশ মোটেও সমর্থনযোগ্য নয়: জামায়াত আমির নারী বিষয়ক প্রস্তাবনা বাতিল করতে হবে : হাবিবুল্লাহ মিয়াজি

গাজায় সহিংসতায় যাদের প্রাণ না কাঁদে, তারা পাথরে তৈরি : পুতিন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে আবারও প্রতিবাদ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, গাজায় সহিংসতায় হতাহত শিশু-নারী ও বেসামরিক লোকজনকে দেখেও যাদের প্রাণ কেঁদে না ওঠে, তাদের হৃদয় পাথরের তৈরি।

শুক্রবার মস্কোতে এক উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে তিনি একথা বলেন।

পুতিন আরও বলেন, একটি স্ফুলিঙ্গ কিংবা গোলা নিক্ষেপ করা সহজ, খুবই সহজ; কিন্তু তারপর যে পরিস্থিতির সৃষ্টি হয়। আপনি যদি স্বাভাবিক মানুষ হন, তাহলে যখন হামলায় রক্তাক্ত শিশুদের যন্ত্রণা আপনি নিজের চোখে দেখবেন, সেসময় আপনার হাতের মুঠো দৃঢ় হবে এবং চোখ অশ্রুতে ভরে উঠবে। সাধারণ লোকজনের ক্ষেত্রে এমনটাই ঘঢ়টে থাকে।


রুশ প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় এসব ভয়াবহ দৃশ্য দেখার পরও যারা স্বাভাবিক রয়েছে, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না- তারা দেখতে মানুষের মতো হলেও আসলে তাদের হৃদয় নেই; কিংবা যদি থেকেও থাকে- তাহলেও সেই হৃদয় রক্ত-মাংস দিয়ে নয়, পাথরে তৈরি।’

সূত্র : আনাদোলু এজেন্সি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ