শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ: ধর্ম মন্ত্রণালয় নিজের অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে পেহেলগামে জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য জুমার দিন যে আট আমল করবেন পাকিস্তানের ধাওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেল আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা র-এর নথি ফাঁস! কাশ্মীর হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ভারতে স্কুলের খাবারে সাপ, অসুস্থ শতাধিক শিশু

সৌদি যুবরাজের ভিশন ২০৩০ নিয়ে সমালোচনা, শিক্ষকের কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সৌদি পতাকা ও অভিযুক্ত শিক্ষক-ছবি: সংগৃহীত

সৌদি সরকারের ভিশন ২০৩০ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট করার কারণে সৌদি আরবে একজন শিক্ষককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ভাই সায়েদ।

৪৭ বছর বয়সী শিক্ষক আসাদ আল-ঘামদির বাড়ি জেদ্দায়। ২০২২ সালের নভেম্বরে এক রাতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

এইচআরডব্লিউ বলছে, আসাদ সামাজিক মাধ্যমে একটি শান্তিপূর্ণ পোস্ট দিয়েছিলেন। এসব পোস্টের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ প্রকল্প নিয়েও সমালোচনা ছিল। এর ফলে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৯ মে বিশেষায়িত অপরাধ আদালত আসাদকে দোষী সাব্যস্ত করে। উল্লেখ্য, ২০০৮ সালে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের বিচারের জন্য প্রতিষ্ঠিত হয় এই বিশেষায়িত আদালত ।

ইতিপূর্বে বিশিষ্ট মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল-হামিদকে স্মরণ করেও আসাদ আল-ঘামদি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। আল-হামিদ সৌদি কারাগারে বন্দি অবস্থায় মারা যান। এ পোস্টকেও আদালতের আমলে নিয়ে বিচার শুরু করা হয়।

সরকারের সমালোচক হিসেবে পরিচিত আসাদের ভাই মোহাম্মদকেও সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডের জেরে গত বছর মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত। আসাদের আরেক ভাই সায়েদ ইসলামি চিন্তাবিদ ও সরকারের কড়া সমালোচক। বর্তমানে তিনি যুক্তরাজ্যে নির্বাসিত জীবন যাপন করছেন।

সূত্র :এনডিটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ