বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের লোহিত সাগরে হুরঘাদার মারিয়ট হোটেল রিসোর্টের বিপরীতে সাবমেরিনটি ডুবে গেছে। বার্তাসংস্থা রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন বিদেশি নাগরিক ছিলেন।

রুশ কনস্যুলেট জানিয়েছে, সাবমেরিনে থাকা সব পর্যটক রুশ নাগরিক ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অধিকাংশ যাত্রীকে উদ্ধার করে হুরঘাদার হোটেল এবং হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তবে কনস্যুলেট জানিয়েছে, কিছু পর্যটকের পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখনো পর্যন্ত সাবমেরিনটি ডুবির কারণ স্পষ্ট জানা যায়নি।
ডুবে যাওয়া সাবমেরিন সিনবাদের ওয়েবসাইটে বলা হয়েছে, তারা দুটি সাবমেরিন পরিচালনা করে, যা ২৫ মিটার (৮২ ফুট) গভীরতায় পর্যটকদের লোহিত সাগরের জলজ দুনিয়া দেখতে সুযোগ দেয়।

স্থানীয় গভর্নরেট অফিস জানিয়েছে, নিশ্চিতভাবে নিহত সব পর্যটক বিদেশি নাগরিক ছিলেন এবং বেঁচে যাওয়া সবাইকে অ্যাম্বুলেন্সে করে হুরঘাদার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ইমার্জেন্সি টিম ২৯ জনকে উদ্ধার করেছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ ঘটনার পর লোহিত সাগর অঞ্চলে পর্যটন কোম্পানিগুলো তাদের সফর সীমিত বা বন্ধ করে দিয়েছে, বিশেষ করে গত দশকে এই অঞ্চলে সংঘর্ষের কারণে। এর আগে মেট্রোজেট বিমান কোম্পানির একটি উড়োজাহাজ বিস্ফোরণের পর কিছু এয়ারলাইন্স তাদের মিশরের জন্য প্যাকেজ ফ্লাইট বন্ধ করে দিয়েছিল।

গত নভেম্বরে, মিসরের লোহিত সাগর অঞ্চলে একটি পর্যটক ইয়ট ডুবে গিয়েছিল, তখন উপকূলে ঝড়ের পূর্বাভাস ছিল। সে ঘটনায় অন্তত ৪ জন নিহত হয় এবং ৩৩ জনকে উদ্ধার করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ