মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ২৬ জন ফিলিস্তিনি। এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এই হামলার মধ্য দিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩০০ জনে পৌঁছেছে।

শনিবার (২৯ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে মোট ৫০ হাজার ২৭৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি হামলায় নতুন করে ৭০ জন আহত হয়েছেন, ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৫ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা থাকলেও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

১৫ মাসের সামরিক অভিযানের পর ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে মতানৈক্যের জের ধরে গত সপ্তাহে ইসরায়েল নতুন করে বিমান হামলা শুরু করে।

গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯২১ ফিলিস্তিনি নিহত এবং ৩,০৫৪ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। জাতিসংঘের তথ্যমতে, গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ