ইসলামিক ডেস্ক,
ইসলামে ফজরের পর সময়টিকে বরকতময় সময় হিসেবে গণ্য করা হয়। প্রিয়নবি হযরত মুহাম্মদ (সা.) এ সময়কে কাজে লাগাতে উৎসাহ দিয়েছেন। হাদীস ও কুরআনের আলোকে জানা যায়, ফজরের পর কিছু আমল নিয়মিত করলে রিজিকে বরকত আসে এবং অভাব দূর হয়। চলুন জেনে নিই ফজরের পর চারটি গুরুত্বপূর্ণ আমল যা রিজিক বৃদ্ধিতে সহায়ক:
১. আল্লাহর জিকির করা
ফজরের নামাজের পর বসে আল্লাহর জিকির করলে হৃদয় প্রশান্ত হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। রাসূল (সা.) বলেছেন,
“যে ব্যক্তি ফজরের নামাজের পর বসে বসে আল্লাহকে স্মরণ করে, সে সেই হজ পালনকারীর মতো পুরস্কার পায়।”
(তিরমিযি)
২. ইস্তিগফার বেশি বেশি পড়া
কুরআনে ইরশাদ হয়েছে,
“তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অধিক ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি পাঠাবেন এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে তোমাদের শক্তিশালী করবেন।”
(সূরা নূহঃ ১০-১২)
এই আয়াত প্রমাণ করে, ইস্তিগফার রিজিক বৃদ্ধির অন্যতম উপায়।
৩. সূরা ওয়াকিয়া পাঠ করা
রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
“সূরা ওয়াকিয়া হল ‘রিজিকের সূরা’। যে ব্যক্তি প্রতি রাত বা সকালবেলায় এটি পাঠ করে, সে দারিদ্র্যের মুখোমুখি হবে না।”
(ইবনে আসাকির)
৪. সকাল সকাল হালাল উপার্জনের নিয়তে কাজ শুরু করা
প্রিয়নবি (সা.) দোয়া করেছেন,
“হে আল্লাহ! আমার উম্মতের জন্য সকালে বরকত দাও।”
(তিরমিযি)
অতএব, সকাল সকাল কাজে বের হওয়াও রিজিক বৃদ্ধির মাধ্যম।
এনএইচ/