বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


সকালবেলায় ৩টি ছোট সূরা যা আপনাকে দিনভর বিপদ থেকে রক্ষা করে 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান 

আমরা প্রতিদিন নানা রকম বিপদ, কষ্ট ও শয়তানের প্ররোচনার মধ্যে দিন অতিবাহিত করি। ইসলামে সকাল ও সন্ধ্যায় কিছু নির্দিষ্ট দোয়া ও সূরা পাঠ করার গুরুত্ব দেওয়া হয়েছে, যার দ্বারা আল্লাহর হেফাজত লাভ করা যায়। হাদীস শরীফ অনুযায়ী এমন ৩টি ছোট সূরা আছে, যা প্রতিদিন সকালে পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে দিনভর নিরাপদ রাখেন।

 ১. সূরা ইখলাস (قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ)
 এই সূরায় আল্লাহর একত্ব ও নির্ভরযোগ্যতা ঘোষণা করা হয়েছে। এটি পাঠ করলে শিরক থেকে রক্ষা পাওয়া যায় এবং আত্মিক শক্তি অর্জিত হয়।
হাদীস:
“সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস সকাল ও সন্ধ্যায় তিনবার করে পড়লে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে।”
 (আবু দাউদ, তিরমিযি)

 ২. সূরা ফালাক (قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ)
 এই সূরা পড়লে হিংসা, জাদু, অন্ধকার রাতের ভয়, ও দৃশ্য-অদৃশ্য সব ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এটি আল্লাহর শরণাপন্ন হওয়ার একটি শক্তিশালী মাধ্যম।

 ৩. সূরা নাস (قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ)
 শয়তানের কুমন্ত্রণা ও অন্তরের অসৎ চিন্তা থেকে রক্ষার জন্য এই সূরা খুবই কার্যকর। এটি প্রতিদিন সকালে পাঠ করলে আল্লাহ মানুষকে মানসিক বিপদ, দুশ্চিন্তা ও ভয় থেকে হেফাজত করেন।

 কীভাবে পড়বেন:
প্রিয়নবি (সা.) প্রতিটি সূরা সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করতেন। চাইলে হাতে মুখে ফুঁ দিয়ে নিজের উপর স্পর্শ করাও সুন্নত।

এনএইচ/


সম্পর্কিত খবর