শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

কাঁচা মরিচ ছাড়া তরকারি রান্না করবেন কিভাবে ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কাঁচা মরিচ ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না। কিন্তু বর্তমানে নানা অজুহাতে দেশে কাঁচা মরিচের দাম বাড়ছে। আর কাঁচা মরিচের এই উর্ধ্বগতির কারণে রান্না করার জন্য কাঁচা মরিচ ছাড়া রান্নার কিছু পদ্ধতি নিম্নে দেওয়া হলো। চলুন, জেনে নেওয়া যাক কাঁচা মরিচ ছাড়াও সুস্বাদু রান্না করা সম্ভব। 

মসলা ও সুগন্ধি

মরিচের গুঁড়ো : শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটি রান্নায় ঝালের স্বাদ যোগ করবে।

মিষ্টি মরিচ পাউডার : ঝাল না চাইলে পাপ্রিকা বা মিষ্টি মরিচ পাউডার ব্যবহার করতে পারেন।

মশলা মিশ্রণ : গরম মসলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, আদা, রসুন ইত্যাদি ব্যবহার করে রান্নার স্বাদ বাড়ানো যায়।

সুগন্ধি পাতা ও শাকসবজি

ধনেপাতা : ধনেপাতা কেটে রান্নার শেষে দিয়ে দিতে পারেন। এতে সুগন্ধ ও স্বাদ বাড়বে।

কারিপাতা : কারিপাতা দিয়ে রান্নায় ভিন্ন স্বাদ ও সুগন্ধ যুক্ত করতে পারেন।

মেথি পাতা : মেথি পাতা ব্যবহার করে রান্নায় ভিন্ন স্বাদ আনতে পারেন।

ফল ও অন্যান্য উপাদান

টমেটো : টমেটো ব্যবহার করে রান্নায় টক-মিষ্টি স্বাদ আনতে পারেন।

লেবুর রস : লেবুর রস দিয়ে খাবারে টক স্বাদ আনা যায়।

আনারস : কিছু কিছু রেসিপিতে আনারস ব্যবহার করে মিষ্টি স্বাদ যোগ করা যায়।

বিকল্প ঝালের উৎস

পেঁয়াজ ও রসুন : পেঁয়াজ ও রসুন দিয়ে রান্নায় মজাদার ঝাল স্বাদ আনা যায়।

আদা : আদার ব্যবহার রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়াতে সাহায্য করে।

সরিষা বাটা : সরিষা বাটা বা সরিষার তেল ব্যবহার করে ঝাল স্বাদ আনা যায়।

 এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ