সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন

ট্রেনের টিকিট বিক্রির নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন চারটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে টিকিট সংরক্ষণ করা যাবে না।

রোববার (৩ নভেম্বর) রেলওয়ের ট্রাফিক কমার্শিয়াল শাখা থেকে টিকিট বিক্রয় ব্যবস্থাপনার নতুন নির্দেশনাগুলো প্রকাশ করা হয়। রেলভবনে ২৯ অক্টোবর অনুষ্ঠিত একটি সভার ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও উপস্থিত ছিলেন।

নির্দেশনাগুলো হলো

. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য টিকিট সংরক্ষণ করা যাবে না।

. রেলওয়ের জন্য মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ছাড়া অন্য কোনো টিকিট সংরক্ষণ করা যাবে না।

. সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তারা (ডিসিও) এর তত্ত্বাবধান করবেন।

. টিকিট সংরক্ষণের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হলে বা প্রয়োজন হলে, তা অবশ্যই লিখিত নির্দেশনার ভিত্তিতে কার্যকরী করতে হবে।

নির্দেশনাপত্রে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ছাড়া অন্য কোনো টিকিট সংরক্ষণ করা যাবে না। সংশ্লিষ্ট ডিসিওদের নির্দেশনা অনুযায়ী ওই সংরক্ষিত আসনের টিকিট রিলিজ ও তার রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ