শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল

ইজতেমার মাঠে হামলার নেতৃত্বদানকারী সাদপন্থী জিয়া বিন কাসেম রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় তিনজন নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার মাওলানা সাদ কান্দলভির অনুসারী জিয়া বিন কাসেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।

এর আগে দুপুরে কড়া পুলিশে নিরাপত্তায় জিয়া বিন কাসেমকে আদালতে তোলা হয়।

গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে জিয়া বিন কাসেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানির জন্য সকালে সাদপন্থী এই নেতাকে আদালতে আনা হয়।

রিমান্ড আবেদন শুনানিকালে শুরাপন্থীরা জিয়া বিন কাসেমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন।

গত ১৮ ডিসেম্বর রাত ৩টার দিকে সাদপন্থীরা আলমি শুরার সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কিশোরগঞ্জ, ফরিদপুর ও বগুড়া জেলার তিন ব্যক্তি নিহত হন।

এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর মাওলানা জোবায়েরের অনুসারী হিসেবে পরিচিত এস এম আলম হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে এজাহারনামীয় ৬নং আসামি জিয়া বিন কাসেমকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি সাদ অনুসারী মুয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে জিএমপি পুলিশ। ২০ ডিসেম্বর তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ