বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইমাম-মুয়াজ্জিনদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ সহায়তা দেওয়া হচ্ছে ইমাম ও মুয়াজ্জিনদের। যারা ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন, তাদের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে।

সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চলমান এই প্রোগ্রামের আওতায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হচ্ছে। এছাড়া, আর্থিকভাবে অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে সারাদেশে মোট ৬০০ জন ইমাম ও মুয়াজ্জিনকে এক কোটি ৮০ লাখ টাকার সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে। একই সময়কালে ৪ হাজার ৬২০ জন ইমাম-মুয়াজ্জিনকে দুই কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা জেলার ২৯৫ জন ইমাম-মুয়াজ্জিনকে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং বাকি টাকা নির্বাচিতদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এছাড়া, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি অথবা আকস্মিক মৃত্যুর কারণে অক্ষম হয়ে পড়লে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টটি মেধাবী সন্তানদের শিক্ষার জন্যও সহায়তা দিয়ে থাকে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ