বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শহিদ আবু সাঈদের ভাস্কর্য চান না তার পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম 

শহিদ আবু সাঈদের ভাই জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জানান, “আমরা আবু সাঈদের ভাস্কর্য, মূর্তি বা মূরাল না করতে স্টেটমেন্ট দিয়েছি। আবু সাঈদ এই সংগ্রামের অনুপ্রেরণা হিসাবে বেঁচে থাকুক বিধিসম্মতভাবে। আমরা মুসলিম, ইসলামে বিধিসম্মত না এমনকিছু আমরা চাই না।” 

আবু সাঈদের ভাই আরও বলেন, স্মৃতি ধরে রাখার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হল বা রাস্তাঘাটের নামকরণ করা যেতে পারে। কিন্তু, আমরা তার নামে কোন ভাস্কর্য, মূর্তি বা প্রতিকৃতি চাই না। মিডিয়ায় জানতে পারলাম যে, মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ভাস্কর্য বা প্রতিকৃতি তৈরি করা হবে। আবু সাঈদ বেঁচে থাকা অবস্থায় হুতুম পেঁচা নিয়ে মঙ্গলশোভাযাত্রা করার সমালোচনা করে পোস্ট দিয়েছিলো। এক্ষেত্রে আমাদেরও একান্ত চাওয়া আপনারা যদি আবু সাঈদকে ধরে রাখতে চান, সেটা এমন ভালো কাজের মাধ্যমে ধরে রাখুন যেটা পরকালীন জীবনে কিছুটা হলেও উপকারী হয়, সওয়াব পাওয়া যায় - সেটা করুন। ভাস্কর্য বা প্রতিকৃতি, যেটা মঙ্গলশোভাযায় করার কথা, সেটা আমরা পরিবারের পক্ষ থেকে চাই না।"

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মুখপাত্র সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "আন্দোলনে একজন হিন্দু মারা গেলে, আমরা কি কখনো তার স্মরণে গরু জবাই করি? বা তার নামে মিলাদ-মাহফিল করি? করি না কারণ এটা তার ধর্মের সাথে সাংঘর্ষিক। তো যেই আবু সাইদ এবং তার পরিবার স্পষ্টভাবে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে, সেখানে আবু সাইদের নামে মূর্তি বানানো ধর্মের সাথে সাংঘর্ষিক কাজ। আমরা এমন কাজ না করে আবু সাঈদের জন্য সাদকায়ে জারিয়ামূলক কোনো নেক কাজ করার আহবান জানাবো।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ