আন্তর্জাতিক যুব সংস্থা গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিল (জি,ওয়াই,ডি,সি) - এর বাংলাদেশ চ্যাপ্টারের ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
১৩ মে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার গুলশানে অবস্থিত একটি তিন তারকা হোটেলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেন জি,ওয়াই,ডি,সি'র গ্লোবাল সেক্রেটারি জেনারেল এম্বাসেডর সোহাগ মহাজন।
সর্বসম্মতিক্রমে নতুন কমিটির চ্যাপ্টার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সফল যুব উদ্যোক্তা এম্বাসেডর আয়েশা চৌধুরী এবং চ্যাপ্টার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যুব সংগঠক এম্বাসেডর সাজ্জাদ হুসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জি,ওয়াই,ডি,সি'র গ্লোবাল সেক্রেটারি জেনারেল এম্বাসেডর সোহাগ মহাজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও অশোকা ফেলো জনাব মনসুর আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির অধ্যাপক জনাব তৌফিকুল ইসলাম মিথিল, ডি,ওয়াই,সি ইন্টারন্যাশনালের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী সাইফ উদ্দিন আহম্মেদ মিলন এবং জি,ওয়াই,ডি,সি বাংলাদেশ চ্যাপ্টারের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব মীর সাহেদ আলী।
১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর, ফাউন্ডার প্রেসিডেন্ট মীর সাহেদ আলী নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়েশা চৌধুরী হাতে প্রেসিডেন্সিয়াল চেইন হস্তান্তর করেন।
অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি তাঁদের বক্তব্য প্রদান করেন। পরে সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত সকলকে নৈশভোজে আমন্ত্রণ জানান।
এসএকে/