মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার বিএনপি‘র সৈয়দ এ কে একরামুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি


দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে বহিষ্কার হয়েছেন সৈয়দ এ কে একরামুজ্জামান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে।

মঙ্গলবার (২৮ নভেম্বর)  এ তথ্য জানানো হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায়  সৈয়দ একে একরামুজ্জামানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে সৈয়দ একে একরামুজ্জামান সুখন বলেন, ‘বহিষ্কারাদেশের ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই, তারা চাইলে আমাকে বহিষ্কার করতেই পারে। তবে আমি জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ইচ্ছার বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই।’

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ